কোনোভাবেই পিছনো যাবে না বালিগঞ্জ-আসানসোলের উপনির্বাচন: রাজ্যকে জানাল কমিশন

0
3

উচ্চমাধ্যমিক পরীক্ষার মধ্যেই ১২ এপ্রিল রাজ্যের ২ কেন্দ্রে উপনির্বাচনের (By Poll) দিন ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। সেই সময়ে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলায় রাজ্য সরকারের তরফে কমিশনকে কিছুদিনের জন্য ভোট পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয়। উচ্চ মাধ্যমিকের পাশাপাশি আইএসসি, আইসিএসসি এবং সিবিএসই বোর্ডেরও পরীক্ষা রয়েছে। ভোটের কারণে পরীক্ষার্থীদের সমস্যা হতে পারে আশঙ্কা করেই রাজ্য সরকারের পক্ষ থেকে ভোটের দিন বদলানোর অনুরোধ করা হয়। তবে হাতে সময়ে না থাকার কারণে ভোটের দিন পরিবর্তন করা যাবে না বলে জানাল জাতীয় নির্বাচন কমিশন।

আরও পড়ুন-সামনে দোল, জেলায় ঘুরতে হবে উচ্চপদস্থ আধিকারিকদের: নির্দেশ মুখ্যসচিবের

বালিগঞ্জ-আসানসোল উপনির্বাচনের (By Poll) প্রক্রিয়া ৬মাসের মধ্যে করতে হবে। সেই হিসেবে ১৮ এপ্রিলের মধ্যে এই দুই কেন্দ্রে উপনির্বাচন করাতেই হবে। সেই কারণে, রাজ্যে অনুরোধ রাখতে পারবে না বলে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।

এখন এই পরিস্থিতিতে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার।