- ইউক্রেন থেকে ঘরে ফেরা পড়ুয়াদের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুর ১২টা নাগাদ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পডুয়াদের মুখোমুখি হওয়ার কথা তাঁর।
- আজ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নবান্ন থেকে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করার কথা মুখ্যসচিবের। দুপুর ২টো নাগাদ ওই বৈঠকটি হওয়ার কথা।
- আজ বিধানসভার অধিবেশন রয়েছে। বেলা ১১টা নাগাদ ওই অধিবেশন শুরু হওয়ার কথা।
- রাজ্যের দুই উপনির্বাচনে প্রার্থিতালিকা ঘোষণা করেছে তৃণমূল। বিরোধীরা এখনও তা করেনি। আজ বাম, বিজেপি তাদের প্রার্থীদের নাম ঘোষণা করতে পারে।
- আজ হিজাব নিয়ে আদালতের রায়, বেঙ্গালুরুতে জমায়েতে বিধিনিষেধ
- আজ থেকে শুরু হচ্ছে সিপিএমের তিন দিনের রাজ্য সম্মেলন। কলকাতার আলিমুদ্দিন স্ট্রিটের ওই সম্মেলনের দিকে আজ নজর থাকবে সকলের।
- আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো রেল পরিষেবা।
- রানওয়ে সংস্কারের কাজের জন্য ১৪ দিন বন্ধ থাকবে বাগডোগরা বিমানবন্দরের পরিষেবা।
- আজ রয়েছে সংসদের অধিবেশন। সকাল ১০টা নাগাদ লোকসভায় অধিবেশন শুরু ।
- আগামী ১৬ মার্চ থেকে দেওয়া হবে ১২-১৬ বছর বয়সীদের টিকা। সব ষাটোর্ধ্বদের দেওয়া হবে বুস্টার ডোজ। এর আগে শুধুমাত্র কোমর্বিডিটি থাকলেই ষাটোর্ধ্বদের দেওয়া হচ্ছিল বুস্টার ডোজ, এমনই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য
- এয়ার ইন্ডিয়ার নয়া চেয়ারম্যান পদে নটরাজন চন্দ্রশেখরণকে নিযুক্ত করল টাটা গোষ্ঠী। সোমবার আনুষ্ঠানিক ভাবে তাঁর নাম ঘোষণা করা হয়। বর্তমানে চন্দ্রশেখরণ টাটা গোষ্ঠীর চেয়ারম্যান পদে রয়েছেন।
- আগামী ২৫ এপ্রিল থেকে শুরু হবে কলকাতা চলচ্চিত্র উৎসব। শেষ হবে ১ মে। সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষপূর্তির ঠিক এক দিন আগেই শেষ হবে ২৭ তম কলকাতা চলচ্চিত্র উৎসব।
- সোমবার জোড়া বিস্ফোরণে বিধ্বস্ত হয় ইউক্রেন। কিভের জনবসতিপূর্ণ এলাকার একটি বাড়িতে রুশ ক্ষেপণাস্ত্রের হামলার ফলে কমপক্ষে দু’জন নিহত হয়েছেন এবং তিন জন গুরুতর আহত।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.