রানওয়েতে কাজের জন্য আগামী ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে বাগডোগরা বিমানবন্দর। এরপর ২৬ এপ্রিল থেকে কাজ শেষ না হওয়া পর্যন্ত সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মিলবে পরিষেবা। তবে তার আগে মোট ১৪ দিনের জন্য পরিষেবা পুরোপুরি বন্ধ রাখা হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
আরও পড়ুন:East West Metro: আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা

বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে বিমানবন্দরের পরিষেবা বন্ধের বিজ্ঞপ্তি দেওয়া হয় গত ১৯ জানুয়ারি। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফে রানওয়ে সংস্কারের জন্য শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর এপ্রিল মাসে ১৫ দিন বন্ধ রাখার নির্দেশিকা জারি করে । নির্দেশিকায় জানানো হয়েছে, ১১-২৫ এপ্রিল বন্ধ থাকবে বিমানবন্দর।

ভারতীয় বায়ুসেনা বাগডোগরা বিমানবন্দর পরিচালনা করে। শিলিগুড়ি উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হওয়ায় এই বিমানবন্দরের গুরুত্ব বেড়েছে। বিমানবন্দর সূত্রে খবর, বাগডোগরা দিয়ে প্রতিদিন ৩৬টি বিমান চলাচল করে। গড়ে ৮-৯ হাজার যাত্রী ওই বিমানবন্দর দিয়ে প্রতিদিন যাতায়াত করে৷ ফলে বাগডোগরা বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্তে চিন্তায় পর্যটন ব্যবসায়ীরা।

































































































































