যুদ্ধের জেরে ফের ধাক্কা খেলো শেয়ারবাজার, ৭০৯ পয়েন্ট নামল সেনসেক্স

0
2

?সেনসেক্স ৫৫,৭৭৬.৮৫ (⬇️ -১.২৬%)
?নিফটি ১৬,৬৬৩.০০ (⬇️ -১.২৩%)

দেশজুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও অর্থনীতিকে আশার আলো দেখিয়ে ৬১ হাজারের গণ্ডি পার করেছিল শেয়ারবাজার। তবে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে ক্রমশ নিচের দিকে নামছে দেশের শেয়ারবাজার। সেই ধারা অব্যাহত রেখে মঙ্গলবার ফের নিম্নমুখী হলো সেনসেক্সের সূচক। এদিন ৭০৯ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক পাশাপাশি নিফটি নেমেছে ২০৮ পয়েন্ট। যদিও এই পরিস্থিতি সামলে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -৭০৯.১৭ পয়েন্ট বা -১.২৬ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫৫,৭৭৬.৮৫। এনএসই নিফটি (NSE Nifty) -২০৮.৩০ পয়েন্ট বা -১.২৩ শতাংশ নেমে হয়েছে ১৬,৬৬৩.০০।