কেন্দ্রীয় নীতির জেরে দেশে কৃষকদের অবস্থা বেহাল, যদিও রাজ্যসরকারের কৃষি নীতিতে বাংলার কৃষকদের মুখে যে হাসি ফুটেছে সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই তথ্য। গোটা দেশের মধ্যে কৃষিজাত পণ্য উৎপাদনে শীর্ষে উঠে এসেছে বাংলা। সোমবার এই তথ্য প্রকাশ্যে এনে টুইটে কৃষকদের শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলার কৃষকদের সাফল্য তুলে ধরে ১৪ মার্চ কৃষক দিবসের দিন টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “পশ্চিমবঙ্গ আজ দেশের মধ্যে ফসল উৎপাদনে শীর্ষস্থানে রয়েছে। আমাদের কৃষকদের আয় তিনগুণ বেড়েছে। তাই কৃষক দিবস উপলক্ষ্যে কৃষক ভাই, বোন এবং তাঁদের পরিবারকে হৃদয় থেকে অভিনন্দন জানাই।” এছাড়াও কৃষকদের প্রতি রাজ্য সরকার যে অত্যন্ত সহানুভূতিশীল সে কথা উল্লেখ করে তিনি আরও লেখেন, “কৃষকরা আমাদের গর্ব। আমরা তাঁদের সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দিই। উৎপাদন থেকে শুরু করে বিক্রি, ন্যায্য মূল্য, শস্য বিমা, প্রাকৃতিক বিপর্যয়ে আর্থিক সহায়তা, পেনশন এবং অকাল মৃত্যুতে কৃষকদের পাশে দাঁড়াই।” একইসঙ্গে এদিন টুইটে নন্দীগ্রামের রক্তক্ষয়ী অতীতের কোথাও এদিন স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, “প্রত্যেক বছর আমরা ১৪ মার্চ কৃষক দিবস পালন করি। এই দিনটিতে নন্দীগ্রামে গুলি চলেছিল। নিরীহ কৃষকরা মারা গিয়েছিলেন ২০০৭ সালে। তাই তাঁদের একাগ্রতার জন্য গোটা দেশ তথা বিশ্বের কৃষকদের শুভেচ্ছা জানাই।”
Today, West Bengal ranks among the top performers in agri production in the country. Income of our farmers has increased by more than 3 times.
My heartiest congratulations and best wishes to all my farmer brothers and sisters and their family members on Krishak Dibas.(3/3)— Mamata Banerjee (@MamataOfficial) March 14, 2022
উল্লেখ্য, আজ ১৪ মার্চ। ২০০৭ সালে এই দিনে সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছিল তৎকালীন বামফ্রন্ট সরকার। এরপর ২০১১ সালে রাজ্যে তৃণমূল সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই দিনটিকে পালন করা হয় কৃষক দিবস উপলক্ষ্যে। আজও তার ব্যাতিক্রম ঘটেনি। এইদিনে বাংলার কৃষকদের সাফল্য তুলে ধরে রাজ্য তথা দেশের কৃষকদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী।