ডাক্তারি পড়ুয়াদের(Medical Student) কাজ শুরুর আগে হিপোক্রেটিসের পরিবর্তে চরকের নামে শপথপাঠের(Oath) নির্দেশিকা জারি করেছে ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিল (NMC)। আর এই ঘটনাক কেন্দ্র করে বিতর্ক দানা বেঁধেছে। এই প্রেক্ষিতেই এবার রাজ্যসভায় চিঠি লিখলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। চিঠিতে তাঁর আবেদন, হিপোক্রেটিসের নামে শপথ বাদ দিয়ে চরকের নামে শপথ যেন বাধ্যতামূলক না করা হয়। বরং আয়ুর্বেদ চিকিৎসকরা চরকের নামে শপথ নিয়ে কাজ শুরু করুন। বাকিদের জন্য হিপোক্রেটিক শপথ যেমন ছিল, তেমনই থাকুক।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিলের তরফে এক বিজ্ঞপ্তি জারি করা হয়। যেখানে বলা হয়, হবু ডাক্তারদের শপথ নেওয়ার সময় মহর্ষি চরকের নামে শপথ নিতে হবে। এহেন নির্দেশিকা জারি হওয়ার পর স্বাভাবিকভাবেই শুরু হয় বিতর্ক। কেন্দ্রের এই নির্দেশিকার বিরুদ্ধে সরব হয়ে ওঠে ইন্ডিয়াল মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা IMA’র একাংশ। সরব হন IMA’র প্রাক্তন সর্বভারতীয় প্রেসিডেন্ট তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডাক্তার শান্তনু সেন। ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিলের প্রস্তাবকে শিক্ষায় গৈরিকীকরণের অভিযোগ তোলেন তিনি। সেই ইস্যুতেই এবার সংসদে চিঠি লিখলেন সাংসদ। আবেদন জানালেন আয়ুর্বেদ চিকিৎসকরা চরকের নামে শপথ নিক। তবে সনাতন আবেগের কথা মনে রেখে MBBS-দের জন্য হিপোক্রেটিক শপথ চালু থাকুক।














































































































































