Rupa: পকেটমারি! অভিযুক্ত অভিনেত্রীর ১৭ মার্চ পর্যন্ত জেল হেফাজত

0
1

কলকাতা বইমেলায় পকেটমারির অভিযোগে গ্রেফতার হন অভিনেত্রী রূপা দত্ত। ঘটনা ঘিরে অনেক প্রশ্ন দেখায় দেয়। প্রথমে একদিন জেল হেফাজত দেওয়া হয় তাঁকে। সোমবার, বিধাননগর (Bidhannagar) মহকুমা আদালতে তোলা হলে ধৃতকে ১৭ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিন, আদালতে পুলিশ জানায়, পকেটমারি বিষয়ে অনেক অভিযোগ জমা পড়ে। সেগুলির সঙ্গে রূপা যুক্ত কি না তা খতিয়ে দেখতে হবে। রবিবার, তদন্ত নিয়ে আদালতে পুলিশকে (Police) বিভিন্ন প্রশ্ন করা হয়। এদিন, আদালতের কাছে প্রত্যক্ষদর্শীর গোপন জবানবন্দি নিতে আবেদন করে জানায় পুলিশ। রূপা দত্তের আইনজীবী আদালতে জামিনের আবেদন জানান। কিন্তু এখনই জামিন পেলে সাক্ষীর উপর অভিনেত্রী প্রভাব খাটাতে পারেন বলে আদালতে জানান সরকারি পক্ষের আইনজীবী। মঙ্গলবার, প্রত্যক্ষদর্শীর গোপন জবানবন্দি নেওয়া হবে।