বাবা প্রার্থী: আসানসোলে প্রচারে আসছেন সোনাক্ষী, মলয় ঘটককে ফোন শত্রুঘ্নর 

0
1

বলিউড তারকা সোনাক্ষী সিনহা প্রচার করতে আসছেন আসানসোলে । সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিনহা আসানসোলে তৃণমূলের প্রার্থী । তাই বাবার হয়ে জান লড়িয়ে প্রচারে নামছেন মেয়ে। সোমবারই মলয় ঘটককে ফোন করে এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন শত্রুঘ্ন সিনহা।

 

আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেতা ও রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহার হয়ে প্রচারে আসছেন তাঁর মেয়ে বলিউড তারকা- নায়িকা সোনাক্ষী সিনহা। সোমবার সকালে মন্ত্রী মলয় ঘটককে ফোন করেন শত্রুঘ্ন সিনহা। বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে কথা হয়। শত্রুঘ্ন জানিয়েছেন, দু একদিনের মধ্যেই তিনি আসানসোলে আসবেন। সেখানেই ঘাঁটি গেড়ে মনোনয়ন থেকে প্রচারপর্ব সবটা সারবেন।

সোমবার সকালে ফোনে কথা বলার সময়ই মলয় ঘটক শত্রুঘ্নকে বলেন, কোনো চিন্তা করবেন না। অন্তত দুলক্ষ ভোটে আমরা জিতব। আপনি শুধু আসানসোলে চলে আসুন। এখানকার দলের কর্মী- সমর্থকরা প্রচন্ড উৎসাহী আপনাকে সঙ্গে নিয়ে প্রচারে নামতে। মলয় ঘটক পরে জানান, আসানসোলে একটা ভালো আস্তানার খোঁজ চালানো হচ্ছে যেখানে থাকবেন শত্রুঘ্ন সিনহা। সেখানে থেকেই প্রচারে গোটা আসানসোল চষে ফেলবেন৷

সোমবার থেকেই আসানসোলে প্রচারে নেমে পড়ছেন দলের কর্মীরা। রয়েছে কর্মীসভা। দেওয়াল লিখনও শুরু হয়ে যাবে সোমবার থেকেই। শত্রুঘ্ন সিনহা আসানসোলে এসে পৌছনোর পর তাঁর সঙ্গে কথা বলে প্রচারের অভিমুখ ঠিক করবেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সোনাক্ষী সিনহা বাবার প্রচারে এসে যে ঝড় তুলবেন তা বলাই বাহুল্য।