Panihati Murder Update: পানিহাটিতে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর খুনে গ্রেফতার শ্যুটার

0
1

পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর খুনে গ্রেফতার শ্যুটার। ধৃতের নাম শম্ভুনাথ পণ্ডিত।ধৃতের বাড়ি নদিয়ার হরিণঘাটায়। কাউন্সিলরকে গুলি করে পায়ে হেঁটেই চম্পট দেয় ওই যুবক। এরপর তাকে আগরপাড়া থেকে গ্রেফতার করা হয়।ধৃতকে আজ, সোমবার আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন:দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু তৃণমূল কাউন্সিলরের, খুন হলেন ঝালদার সদ্যজয়ী কংগ্রেস প্রার্থীও

পুলিশ সূত্রের খবর, পানিহাটির তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনায় তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ চেক করা হয়। সেখানেই দেখা যায়, পাড়ার দোকানের সামনে স্কুটারে বসে কথা বলছেন তৃণমূল কাউন্সিলর।আচমকাই পেছন থেকে নীল টি-শার্ট পরা এক যুবক সেখানে উপস্থিত হয়। কিছু বুঝে ওঠার আগেই পকেট থেকে রাইফেল বের করে গুলি কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালায় ওই দুষ্কৃতী। বাইক থেকে ছিটকে পড়ে কাউন্সিলর।গুলিবিদ্ধ তৃণমূল কাউন্সিলরকে বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তারকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

রবিবার সন্ধেয় পুরভোটে সদ্য জয়ী তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের নৃশংস মৃত্যুতে তদন্ত শুরু করে পুলিশ। মৃত কাউন্সিলরের নাম অনুপম দত্ত। কে বা কারা এই মৃত্যুর পেছনে রহস্য সেই নিয়ে তদন্তে নেমেছে ব্যারাকপুর থানার পুলিশ।ধৃতকে আপাতত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।