RCB: আরসিবির প্রাক্তন অধিনায়কের প্রশংসায় নয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস

0
1

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরের ( RCB) নতুন অধিনায়ক হয়েছেন ফাফ ডু প্লেসিস (Faf du plessis)। নতুন দায়িত্বে পেয়ে আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) প্রশংসায় মাতলেন ডু প্লেসিস। বললেন, ক্রিকেটার হিসেবে কোহলি বিশ্বের অন্যতম সেরা।

এদিন সাংবাদিক সম্মেলনে ডু প্লেসিস বলেন,” ক্রিকেটার হিসেবে কোহলি বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার। কিন্তু সেই সঙ্গে অধিনায়ক হিসেবে ভারতীয় ক্রিকেটকে বদলে দিয়েছে ও। ভারতের বিরুদ্ধে বহু বছর ধরে খেলার সুবাদে সেই বদলটা আমি দেখেছি। ভারতীয় দল এখন অনেক বেশি ফিট। এর আগে এতটা শারীরিক ক্ষমতা ভারতীয় ক্রিকেটারদের ছিল না। নেতৃত্ব দেওয়ার সহজাত ক্ষমতা রয়েছে কোহলির।”

এরপাশাপাশি ডু প্লেসিস বলেন,” কোহলি অধিনায়ক না থাকলেও তার শরীরী ভাষা দলকে উজ্জীবিত করতে পারে। সেটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। সব সময় দলের মধ্যে একটা ইতিবাচক মানসিকতা নিয়ে আসে কোহলি। আইপিএলের মতো বড় প্রতিযোগিতায় সেটা খুব দরকার। এছাড়া মাঠে সব সময় ওর পরামর্শ আমি পাব। এটাই ম‍্যাচে খুব গুরুত্বপূর্ণ।”

আরও পড়ুন:Hardik Pandya: ‘আইপিএলে একটা বিষ্ময় হতে চলেছে, চমকের অপেক্ষায় থাকুন’, নিজের বোলিং নিয়ে বললেন হার্দিক