লন্ডনের টিউব রেলের স্টেশনের নাম ইংরেজির পাশাপাশি লেখা হয়েছে বাংলায়। লন্ডনের (London) ট্রান্সফোর্ড ফর লন্ডন অথরিটির সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলাভাষী অধ্যুষিত এলাকায় ইংরেজির পাশাপাশি হোয়াইটচ্যাপেল স্টেশনের নাম বাংলাতেও লেখা হয়েছে। আর এই খবর প্রকাশ্যে আসতেই মাতৃভাষা নিয়ে গর্ব করে টুইট (Twitter) করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। টুইটে মুখ্যমন্ত্রী লেখেন,
“আমি গর্বিত যে লন্ডন টিউব রেলের হোয়াইটচ্যাপেল স্টেশনের নাম বাংলায় লেখা হয়েছে এবং সেই স্টেশনে বাংলা ভাষাকে স্বাক্ষর হিসেবে গ্রহণ করা হয়েছে। বিশ্বে ১০০০ বছরের পুরনো বাংলা ভাষার গুরুত্ব ও শক্তি বৃদ্ধির ইঙ্গিত দেয়।
এটি নির্দেশ করে যে প্রবাসীদের অভিন্ন সাংস্কৃতিক দিক নির্দেশনায় একসাথে কাজ করা উচিত। এটা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের জয়।“
Proud to note that the London Tube Rail has accepted Bengali as a language of signage at Whitechapel Station, signifying the increasing global importance & strength of the 1000-year old language Bengali. (1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) March 14, 2022
It underlines that the diaspora should work together in common cultural directions. It is a victory of our culture and heritage.(2/2)
— Mamata Banerjee (@MamataOfficial) March 14, 2022
ভারতে তখন ব্রিটিশ শাসন। কিন্তু সেই সময়ই লন্ডনের হোয়াইটচ্যাপেল অঞ্চলে বসবাস করতে শুরু করেন বাঙালীরা। এখন সেই সংখ্যা বেড়ে হয়েছে জনসংখ্যার ৪০ শতাংশ। ইংল্যান্ডের অধিকাংশ বাঙালীই থাকেন ওই অঞ্চলে। অনেক দোকানের সাইনবোডেই রয়েছে বাংলায়। সেখানে দীর্ঘদিন ধরেই হোয়াইটচ্যাপেল স্টেশনের নাম বাংলায় লেখার দাবি ওঠে। সেই দাবি মেনেই প্রশাসন বাংলা ভাষায় স্টেশনের নাম লেখা হয়।
আরও পড়ুন:জমি আন্দোলনের ধাত্রীভূমিতে দাঁড়িয়ে নন্দীগ্রাম থেকে “গদ্দার” শুভেন্দুকে উৎখাতের ডাক কুণালের