Kapil Dev: জাদেজার ভূয়সী প্রশংসায় কপিল দেব

0
3

রবীন্দ্র জাদেজার ( Ravindra Jadeja) ভূয়সী প্রশংসায় মাতলেন ভারতের (India) প্রাক্তন অধিনায়ক কপিল দেব (Kapil Dev)। বললেন জাদেজার খেলা দেখতে পছন্দ করেন তিনি। শ্রীলঙ্কার (Srilanka) বিরুদ্ধে প্রথম টেস্ট ম‍্যাচে ব‍্যাট এবং বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেন জাড্ডু। তাঁর সৌজন্যে সিরিজ পকেটে পুরেছে রোহিত শর্মার ( Rohit Sharma) দল।

এদিন এক সাক্ষাৎকারে কপিল দেব বলেন,” নতুন ক্রিকেটারদের মধ্যে আমি রবীন্দ্র জাদেজার খেলা দেখতে ভালবাসি। ও কখনও চাপ নেয় না। নিজের ক্রিকেট উপভোগ করে। সে জন্যই ওর ব্যাটিং-বোলিং ভাল। এমনকী ও ফিল্ডার হিসাবেও দুর্দান্ত। আমি বিশ্বাস করি চাপের মধ্যে কোনও কিছু করা সম্ভব নয়। খেলার মাঠে চাপ নিলে পারফরম্যান্স খারাপ হবে। কিন্তু জাদেজা চাপ নেয়না। ও ওর মতন খেলে।”

আরও পড়ুন:RCB: আরসিবির প্রাক্তন অধিনায়কের প্রশংসায় নয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস