India Team: সিরিজ জয় ভারতের, লঙ্কানদের ২৩৮ রানে হারাল রোহিত শর্মার দল

0
1

আরাইদিনে শ্রীলঙ্কার ( Srilanka) বিরুদ্ধে সিরিজ পকেটে পুরল ভারতীয় দল (India Team)। সোমবার লঙ্কানদের ২৩৮ রানে হারাল রোহিত শর্মার (Rohit Sharma) দল। সিরিজের ফলাফল ২-০। ম‍্যাচের সেরা শ্রেয়স আইয়র। এবং সিরিজ সেরা ঋষভ পন্থ।

রবিবার দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগেই একটি উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। তৃতীয় দিন ভারতের জেতার জন্য দরকার ছিল ৯ উইকেট।সোমবার যেন লঙ্কানদের বিরুদ্ধে জয়ের শপথ নিয়ে মাঠে নামে টিম ইন্ডিয়া। কিন্তু হার-না-মানা মনোভাব নিয়ে নামেন শ্রীলঙ্কার দুই ক্রিকেটার।
তারা হলেন অধিনায়ক দিমুথ করুণারত্নে এবং কুশল মেন্ডিস। সোমবার প্রথম এক ঘণ্টা ভারতের পেসারদের অনায়াসে সামলে দিলেন তাঁরা। যশপ্রীত বুমরাহ বা রবিচন্দ্রন অশ্বিন দাঁত ফোটাতে পারছিলেন না। ১০৭ রান করেন করুণারত্নে। ৫৪ রান করেন কুশল মেন্ডিস। এই দুই ক্রিকেটার আউট হতেই জয়ের রাস্তা পরিস্কার হয়ে যায় ভারতের। ভারতের হয়ে চার উইকেট নেন অশ্বিন। তিন উইকেট নেন যশপ্রীত বুমরাহ। দুই উইকেট নেন অক্ষর প‍্যাটেল। এক উইকেট নেন রবীন্দ্র জাদেজা।

আরও পড়ুন:Kapil Dev: শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলতে নেমে ফের রেকর্ড গড়লেন অশ্বিন