Election: উচ্চ মাধ্যমিক চলবে, উপ নির্বাচন পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে কমিশনে চিঠি রাজ্যের

0
1

উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি রয়েছে। সুতরাং আসানসোল (Asansole) লোকসভা ও বালিগঞ্জ (Ballyganj) বিধানসভার উপ নির্বাচনের দিন পিছিয়ে দেওয়ার অনুরোধ করে কমিশনকে চিঠি দিল রাজ্য সরকার। সোমবার, চিঠি দিয়ে জাতীয় নির্বাচন কমিশনারকে এই আর্জি জানান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwibedi)। তবে কমিশন এখনও তাদের সিদ্ধান্ত জানায়নি।

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার কারণে ইতিমধ্যেই একবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচিতে কিছু রদবদল করা হয়েছে। ২ এপ্রিল থেকে রাজ্যে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Examination)। ১২ এপ্রিল আসানসোল ও বালিগঞ্জে ভোটগ্রহণ। ওইদিন পরীক্ষা না থাকলেও আগে পরে পরীক্ষা রয়েছে উচ্চ মাধ্যমিকের। পাশাপাশি JEE, CBSE ও ICSE পরীক্ষাও রয়েছে ওই সময়। এই বিষয় নিয়ে সোমবার শিক্ষা দফতরের সচিবের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব। এর পরই জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দেন মুখ্যসচিব। বিবেচনার জন্য আবেদন গ্রহণ করেছে কমিশন।

আরও পড়ুন- রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভয়াবহ আকার নিতে পারে করোনা, সতর্কবার্তা WHO-র