ভারতীয় টেস্ট ( India Test) অধিনায়কের দায়িত্ব পেয়েই সাফল্য পেয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। লঙ্কানদের হোয়াইটওয়াশ করেছে টিম ইন্ডিয়া। আর এই জয়ের কারণ হিসাবে দলের সাফল্যের কথা তুলে ধরলেন ভারত অধিনায়ক।

ম্যাচ শেষে রোহিত বলেন,” অশ্বিন সর্বকালের সেরা। এটা আমি মানি। ওটা আমার ব্যক্তিগত অনুভূতি। যখনই ওকে বল দিই, ও ম্যাচ জেতানোর মতো পারফর্ম করে। এখনও অনেক বছর খেলা বাকি ওর। আমাদের সামনে অনেক কঠিন খেলা রয়েছে। আশা করি মানসিক ভাবেও ও খুব ভাল জায়গায় রয়েছে। ফলে আগামীদিনে ওর থেকে আরও ভাল পারফরম্যান্স দেখতেই পারি।”
গোলাপি টেস্ট বলে সাফল্য। এই নিয়ে রোহিত বলেন,” গোলাপি বলে টেস্ট খেলা বেশ কঠিন ব্যাপার। ভারতে গোলাপি বলের টেস্ট খেলা কী রকম সেটা আমরা জানতামই না। কিন্তু এখন ধীরে ধীরে ব্যাপারটার সঙ্গে মানিয়ে নিতে শিখেছি। দর্শকরা আসায় এই ম্যাচটা আরও বিশেষ মাত্রা পেয়েছে। তা ছাড়া, যে ভাবে এগোচ্ছি তাতে আমি খুশি। দল হিসেবে কিছু নির্দিষ্ট জিনিস অর্জন করতে চেয়েছিলাম। সেটা পেরেছি।”
আরও পড়ুন:India Team: সিরিজ জয় ভারতের, লঙ্কানদের ২৩৮ রানে হারাল রোহিত শর্মার দল












































































































































