আগামী ১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। এই দুই কেন্দ্রের উপনির্বাচনের নিরাপত্তার জন্য প্রায় ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চলেছে নির্বাচন কমিশন।
এর আগে গতবছর রাজ্যজুড়ে বিধানসভা নির্বাচনে প্রতি বিধানসভা পিছু ২০ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী ছিল। এবারেও একই স্কেলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হতে পরে বলে কমিশন সূত্রের খবর। বুধবারের মধ্যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। এবং চলতি সপ্তাহেই রাজ্যে আসতে পারে সেই কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, রাজ্যের এডিজি আইন-শৃঙ্খলা আজ, সোমবার একটি রিপোর্ট দিচ্ছে। সেই রিপোর্ট পাঠানো হবে নির্বাচন কমিশনে।
আরও পড়ুন:Medical Students: চরকের নামে শপথ বাধ্যতামূলক না করার দাবিতে রাজ্যসভায় চিঠি শান্তনুর
অন্যদিকে, প্রচারের সময় সকাল ৮টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত করা হচ্ছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকার কারণে বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা কেন্দ্রের সমস্ত স্কুলের উচ্চমাধ্যমিক পরীক্ষার আসন পড়বে তার একটি তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকা নির্বাচন কমিশনের উচ্চপদস্থ আধিকারিকদের পাঠানো হয়েছে, বলেও জানা যাচ্ছে।