Barack Obama:করোনা আক্রান্ত আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা

0
3

টিকা নিয়েও করোনা আক্রান্ত আমেরিকার প্রাক্তন প্রসিডেন্ট বারাক ওবামা। সোমবার ট্যুইট করে নিজেই একথা জানান তিনি। পাশাপাশি জানিয়েছেন গত কয়েকদিন ধরে তাঁর গলা খুশখুশ করছিল। তবে আপাতত স্থিতিশীল তিনি। সেইসঙ্গে তাঁর স্ত্রী মিশেলের কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ বলেও ট্যুইটে এদিন জানান ওবামা।

আরও পড়ুন:Parliament : আজ শুরু দ্বিতীয় দফার বাজেট অধিবেশন, ইপিএফ , মূল্যবৃদ্ধি নিয়ে বিরোধী চাপের মুখে কেন্দ্র

ট্যুইটার বারাক লিখেছেন, “কোভিড টিকা ও বুস্টার ডোজ নিয়েও আমি করোনা আক্রান্ত। আমি এবং আমার স্ত্রী কৃতজ্ঞ যে আমাদের আগেই বুস্টার টিকাও নেওয়া হয়ে গিয়েছিল।” চিকিৎসকরা জানিয়েছেন, প্রাক্তন প্রেসিডেন্ট করোনা আক্রান্ত হলেও তাঁর বিশেষ উপসর্গ নেই। করোনা ভাইরাসের অপেক্ষাকৃত কম ক্ষতিকর রূপে আক্রান্ত হয়েছেন তিনি।

আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টের করোনা আক্রান্তের খবর জেনে ট্যুইট করে দ্রুত আরোগ্য কামনায় ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।ট্যুইটে মোদি লেখেন, “আমি বারাক ওবামার দ্রুত আরোগ্য কামনা করছি। তাঁর পরিবারের সুস্থতা কামনা করি”।