Sachin-Sreesanth: শ্রীশান্তকে আবেগঘন বার্তা দিলেন শচীন

0
1

অবসর নেবেন আগে জানিয়ে দিলেও রঞ্জিতে গুজরাট ম্যাচে দলে জায়গা পাননি শান্তাকুমারন শ্রীশান্ত। হতাশ হয়ে বলেছেন, তিনি বিদায়ী ম্যাচটাও খেলার সুযোগ পেলেন না! তবে প্রাক্তন ফাস্ট বোলারের দুঃখ কিছুটা লাঘব হতে পারে শচীন তেন্ডুলকরের বার্তা পেয়ে। যিনি সোশ্যাল মিডিয়ায় শ্রীশান্তকে উদ্দেশ্য করে আবেগঘন বার্তা দিয়েছেন।

শচীন লিখেছেন, ‘‘তোমাকে সবসময় একজন প্রতিভাবান বোলার হিসাবে দেখে এসেছি। যারমধ্যে অনেক স্কিল ছিল। ভারতীয় দলে অনেকদিন খেলার জন্য অভিনন্দন। শুভেচ্ছা থাকল তোমার সেকেন্ড ইনিংসের জন্যও“। কেরলের এই বোলারের ক্রিকেট কেরিয়ার ছিল রোলারকোস্টারে চড়ার মতো। ২০০৫-এর অক্টোবরে ভারতীয় দলে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। ২০০৭-এর টি-২০ বিশ্বকাপ ও ২০১১-র ৫০ ওভারের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন শ্রীশান্ত। ২০১৩-র আইপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগে নির্বাসিত হয়েছিলেন তিনি। শাস্তি উঠে যায় ২০১৯-এ।

ক্রিকেটের বাইরেও বর্ণময় চরিত্র কেরলের এই ক্রিকেটারের। শোনা যাচ্ছে এবার তিনি বিশ্বের নানা প্রান্তে টি ২০ লিগ খেলতে পারেন।

আরও পড়ুন- Cristiano Ronaldo: একাই ৮০৭! সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়লেন রোনাল্ডো