WB BY Election: তৃণমূলে চমক! আসানসোলে প্রার্থী শত্রুঘ্ন ও বালিগঞ্জে বাবুল

0
1

উপনির্বাচনের দিন ঘোষণা হতেই ট্যুইট করে প্রার্থী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আসানসোল লোকসভা আসনে তৃণমূল প্রার্থী হচ্ছেন শত্রুঘ্ন সিনহা এবং সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে বালিগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন বাবুল সুপ্রিয়।

শনিবার নির্বাচন কমিশনের তরফে আগামী ১২ এপ্রিল আসানসোল ও বালিগঞ্জে উপনির্বাচনের দিন ঘোষণা করে। গণনা হবে ১৬ এপ্রিল।

প্রসঙ্গত গত ৪ নভেম্বর প্রয়াত হন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়। তাঁর মৃত্যুতে ওই কেন্দ্র বর্তমানে বিধায়ক-হীন। সেই কারণে উপনির্বাচন ঘোষণা কমিশনের।

অন্যদিকে, আসানসোল লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয় ১৮ সেপ্টেম্বর বিজেপি ছেড়ে তৃণমূলে কংগ্রেসে যোগ দেন। একই সঙ্গে সাংসদ পদ থেকেও ইস্তফা দেন। ফলে আসানসোল লোকসভা কেন্দ্রেও উপনির্বাচন করতে হচ্ছে কমিশনকে।


পশ্চিমবঙ্গের এই দুই কেন্দ্রে ছাড়া এদিন দেশের আরও একাধিক রাজ্যের একাধিক কেন্দ্রেও উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন।