visva bharati : এ বছরও শান্তিনিকেতনে বসন্ত উৎসব নয়, জানাল বিশ্বভারতী

0
4

করোনার প্রকোপ কমে গেলেও এ বছরও শান্তিনিকেতনে বসন্ত উৎসব হচ্ছে না। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছে। তবে একেবারে ঘরোয়া ভাবে দোল পালন করা হবে। কিন্তু সেদিন নয়। অন্য কোনো দিনে।  সে ক্ষেত্রে বিশ্বভারতীর প্রচলিত রীতিনীতি মেনেই তা পালিত হবে।  এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই এই দাবি করা হয়েছে। যদিও বিশ্ববাংলা সংবাদ  এই ভিডিওর সত্যতা যাচাই করেনি। ওই ভিডিওতেই বলা হয়েছে, বসন্ত উৎসব একান্তভাবেই বিশ্বভারতীর নিজস্ব উৎসব।  এটি কখনোই সর্বসাধারণের জন্য নয়। তাই সেই উৎসবকে বিশ্বভারতী একান্ত ঘরোয়াভাবেই পালন করবে।