রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia-Ukraine War) গতিপ্রকৃতি কী হতে চলেছে? ভারতের ভূমিকাই বা কী হতে চলেছে? তাতে লাভ-লোকসান কোনটা হতে পারে? এসব কিছু নিয়েই রবিবার এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, ক্যাবিনেট সচিব, বিদেশ সচিব এবং প্রতিরক্ষা সচিব। ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধারকাজ কেমন চলছে, ‘অপারেশন গঙ্গা’ কীভাবে ইউক্রেন ফেরত পড়ুয়াদের পাশে রয়েছে সেই তথ্যও নিয়েও আলোচনা হয়েছে। যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা ছাড়াও প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা নিয়েও আলোচনা হয়েছে এদিন। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতকে আত্মনির্ভরশীল হয়ে উঠতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।