Madhya pradesh : রাস্তায় টেনে এনে প্রকাশ্যে তরুণীর শ্লীলতাহানি , ভাইরাল হল ভিডিও  

0
1

এক নারকীয়, অমানবিক ঘটনার স্বাক্ষী থাকল দেশ। এক তরুণীকে টেনে-হিঁচড়ে মাঝরাস্তায় নিয়ে এসে তার শ্লীলতাহানি করল একদল যুবক। কয়েকজন আবার সেই ঘটনার ভিডিও তুলে ছড়িয়ে দিল সোশ্যাল সাইটে। আর মুহূর্তেই তা ভাইরাল হয়ে গেল। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের আলিরাজপুর জেলার বলপুর গ্রামে। আলিরাজপুর জেলার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ভিডিও দেখে যুবকদের চিহ্ণিত করে তাদের গ্রেফতার করার চেষ্টা করছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ভিডিওটি কয়েকদিন আগের।  আলিরাজপুর জেলার বলপুর গ্রামের বিখ্যাত আদিবাসী উৎসব ভাগোরিয়া চলার সময় এই হেনস্থার ঘটনাটি ঘটে।