Leopard: জঙ্গলে বন দফতরের পাতা ক্যামেরায় ধরা দিল চিতাবাঘ, পুরুলিয়ার কোটশিলায় চাঞ্চল্য

0
1

প্রশাসনের তরফ থেকে স্থানীয় বাসিন্দাদের গভীর জঙ্গলে যেতে বারণ করা হয়েছে।

ঘন হচ্ছে জঙ্গল। বন্য প্রাণদের জন্য আদর্শ হচ্ছে পরিবেশ। ফলে বাঘ বা চিতাবাঘের দেখা মিলছে একেবারে নতুন জায়গায়। এবার পুরুলিয়ার (Purulia) কোটশিলার সিমনিজাবর জঙ্গলে বন দফতরের পাতা ক্যামেরায় দেখা মিলল চিতাবাঘের (Leopard)। ২ বছর ধরে বনাঞ্চলে গবাদি পশুর মৃত্যু ও কঙ্কাল উদ্ধারে সন্দেহ হয় বন দফতরের। ট্র্যাপ ক্যামেরা বসানো হয়। তাতেই ধরা পড়ে চিতাবাঘের ছবি। নজরে রেখেছে বনদফতর। প্রশাসনের তরফ থেকে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করতে প্রচার চালানো হচ্ছে।

কোটশিলা বনাঞ্চলটি ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া। মানুষের যাতায়াত প্রায় নেই বলে বন দফতর সূত্রে খবর। সেখানেই গভীর জঙ্গলে চিতাবাঘের দেখা মেলে। শুক্রবার রাতে চিতাবাঘের ছবি ধরা পড়েছে দফতরের। ট্র্যাপ ক্যামেরায়।

বন দফতর সূত্রে খবর, যেটির ছবি ধরা পড়েছে সেটি পুরুষ চিতাবাঘ। বয়স আনুমানিক চার বছর। গভীর জঙ্গল যেতে স্থানীয় বাসিন্দাদের নিষেধ করা হয়েছে। তবে, সেটি ওই জঙ্গলে রয়েছে নাকি অন্য কোথা থেকে এসেছে? সে বিষয়ে খতিয়ে দেখছে বন দফতর।