ইউক্রেনের পর কী ইরাকেও বাজল যুদ্ধের দামামা। উত্তর ইরাকের ইরবিল শহরে মার্কিন দূতাবাস লক্ষ্য করে একের পর এক মিসাইল হামলা চালানো হয়। কুর্দিস নিরাপত্তা বাহিনীর দাবি, ১২টি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়। এই মিসাইল হানায় ইতিমধ্যেই ইরাকের ১২টি টেলিভিশন চ্যানেলের অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় এখনও কোনও হতাহতের খবর মেলেনি।ইরাকের দাবি ইরানের দিক থেকেই এই হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন:Russia Ukraine:যুদ্ধের ইতি! পুতিনের সঙ্গে আলোচনায় বসতে চান জেলেনস্কি



সংবাদমাধ্যম সূত্রের খবর, ইরাকের স্থানীয় সময় অনুযায়ী, রবিবার মাঝরাতে উত্তর ইরাকের ইরবিল শহরের মার্কিন দূতাবাসের কাছে ১২টি ব্যালেস্টিক মিসাইল আছড়ে পড়ে। হামলার জেরে মার্কিন দূতাবাসের ক্ষতি না হলে সামনে দূতাবাসের সামনে থাকা একটি স্যাটেলাইট টিভি চ্যানেল কুর্দিস্তান ২৪-এর অফিস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কারা এই হামলা চালাল, সেটা এখনও স্পষ্ট নয়। কোনও দল এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি। মার্কিন বিদেশ দফতরের এক মুখপাত্র জানিয়েছেন, ‘এই হামলা ভয়াবহ। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও নাগরিক এই হামলায় আহত হননি। ইরবিলে মার্কিন দূতাবাসেরও কোনও ক্ষতি হয়নি।’































































































































