Haldia: তমলুকে সাংগঠনিক জেলা কমিটি ঘোষণা আইএনটিটিইউসি-র

0
1

পূর্ব মেদিনীপুরের আইএনটিটিইউসি (INTTUC)-এর তমলুক সাংগঠনিক জেলা কমিটি ঘোষণা করা হল। রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) শনিবার তমলুকে এই ঘোষণা করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, পূর্ব মেদিনীপুরের প্রতিটি কারখানায় বিশেষত হলদিয়া ও কোলাঘাট শিল্পাঞ্চলে আইএনটিটিইউসি ইউনিট গঠন করা হবে। কর্মচারীদের মধ্যে থেকেই সেখানকার সাধারণ সম্পাদক করা হবে। কর্মচারীরাই সাধারণ সম্পাদক নির্ধারণ করবেন। যাঁরা সাধারণ সম্পাদক হবেন, তাঁরা পদাধিকারবলে জেলা আইএনটিটিইউসি কমিটির সদস্য হবেন। আপাতত দুমাস বর্তমান জেলা কমিটি কাজ করবে বলে জানান ঋতব্রত।

ইতিমধ্যেই রাজ্য আইএনটিটিইউসি শ্রমিকদের যেকোনো সমস্যা সমাধানের জন্য একটি হেল্প লাইন নম্বর চালু হয়েছে। সেই হেল্পলাইন নম্বর লেখা দুটো করে হোডিং প্রতিটি কারখানায় লাগানো থাকবে। যাতে শ্রমিকরা তাঁদের সমস্যা দ্রুত জানাতে পারেন। জেলা আইএনটিটিইউসি তমলুক সাংগঠনিক কমিটির উপদেষ্টামণ্ডলীতে রয়েছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান সৌমেনকুমার মহাপাত্র, জেলা সভাপতি তুষারকান্তি মণ্ডল এবং সুধাংশু মণ্ডল।

আরও পড়ুন- Goa: দ্বীপরাজ্যে তৃণমূলের ইলেকশন রিভিউ কমিটি গড়লেন অভিষেক, ছাব্বিশে প্রথম সম্মেলন