Ukraine-Russia: কিভ দখলে মরিয়া মস্কো, রাজধানী বাঁচাতে প্রত্যাঘাত ইউক্রেনেরও

0
3

যুদ্ধের প্রথম দিন থেকেই ইউক্রেনের রাজধানী কিভের দিকেন জর ছিল রাশিয়ার । আর শনিবার চূড়ান্ত আঘাত হানতে তৈরি রাশিয়ান সেনাবাহিনী। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে কিভ দখল করতে সীমান্তের কাছে রাশিয়া বিপুল সংখ্যক সেনা সমাবেশ ঘটিয়েছে । সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে রুশ বাহিনীর মিসাইল, ট্যাঙ্কার ও সাঁজোয়া গাড়ি। যদিও রাশিয়ার আক্রমণ নিয়ে বিন্দুমাত্র ভীত নন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। বরং নিজেদের জয় নিয়ে তিনি এখনো আত্মবিশ্বাসী। কিভের নাগরিকদের সুরক্ষিত রাখতে সময় থাকতে সকলকে শহর ছেড়ে বেরিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট ।

এদিকে শনিবার সকাল থেকেই কিভ লক্ষ্য করে মুহুর্মুহু গোলা বর্ষণ শুরু করেছে রাশিয়া । নাগাড়ে আক্রমণ চলছেই। বাদ যাচ্ছে না শহরের জনবসতিপূর্ণ এলাকাগুলিও। উল্টে ঘনবসতি রয়েছে এরকম জায়গায় ‘মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম’-এর মাধ্যমে আক্রমণ চালাচ্ছে রুশ বাহিনী। যার ধ্বংসাত্মক ক্ষমতা মারাত্মক । সুতরাং কিভ দখল করতে গিয়ে যে লক্ষাধিক নিরীহ নিরপরাধ মানুষের প্রাণ যাবে তা নিয়ে কোনও সন্দেহ নেই ।