চিকিৎসায় অনিয়ম, ২টি হাসপাতালকে জরিমানা স্বাস্থ্য কমিশনের

0
1

গাফিলতি ও অনিয়মের অভিযোগে স্বাস্থ্য কমিশনের কোপে ফের শহরের দুই বেসরকারী হাসপাতাল। অভিযোগের তদন্ত করে দুটি সংস্থাকেই আর্থিক জরিমানা করেছে রাজ্য স্বাস্থ্য কমিশন। সেই সঙ্গে একটি হাসপাতালের বিরুদ্ধে রোগীর পরিবারের সঙ্গে দুর্বব্যহারের অভিযোগও উঠেছে। জরিমানার পাশাপাশি এ জন্য তাঁদের ক্ষমা চাইতেও বলা হয়েছে।

মধ্য কলকাতার সিআইটি রোডের হরাইজন লাইফ লাইন নার্সিংহোমের বিরুদ্ধে রোগীকে রেফার করার সময় প্রয়োজনীয় নথি না দেওয়ার অভিযোগ উঠে। আরও অভিযোগ ওই রোগীর করোনা রিপোর্ট পেতে সাতদিন লাগে। এই অভিযোগে তাঁদের ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

পাশাপাশি বকেয়া বিলের অজুহাতে করোনায় মৃত এক রোগীর দেহ আটকে রাখায় আলিপুরের সিএমআরআই হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে মৃতের পরিবারের সঙ্গে দুর্বব্যহার করার জন্য তাঁদের ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- গজা: সাইবার ক্রাইম ঠেকাতে ‘ম্যাসকট’ বানিয়ে সচেতনতার প্রচার বাঁকুড়া পুলিশের