jammu-Kashmir : গুলির লড়াইয়ে কাশ্মীরে নিকেশ জয়েশ কমান্ডার সহ ৩ জেহাদি

0
2

(২০১৮ থেকে ঘাটিতে সক্রিয় জয়েশ-এ-মহম্মদের কমান্ডার কামাল ভাইকে এনকাউন্টারে নিকেশ করে যৌথবাহিনী)

 

 

 

ফের উপত্যকায় বড়সড় সাফল্য যৌথ বাহিনীর। শুক্রবার মধ্যরাতে জম্মু ও কাশ্মীরে সেনা অভিযানে এনকাউন্টারে নিকেশ হয়েছে জয়েশ কমান্ডার সহ ৩ জেহাদি।

 

আজ, শনিবার সকালে কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, ভূস্বর্গের একাধিক এলাকায় অভিযান চালানো হয়। সন্ত্রাসবাদীদের খোঁজে তল্লাশি চলাকালীন এনকাউন্টার শুরু হয়। পুলওয়ামা এলাকায় গুলির লড়াইয়ে দুই জেহাদির নিকেশ হওয়ার খবর মিলেছে। গান্ডেরওয়াল ও হান্ডওয়ারা এলাকায় নিহত হয়েছে ২ জঙ্গি। আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।

 

 

২০১৮ থেকে ঘাটিতে সক্রিয় জয়েশ-এ-মহম্মদের কমান্ডার কামাল ভাইকে এনকাউন্টারে নিকেশ করে যৌথবাহিনী। কাশ্মীরের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, শুক্রবার রাতে চার-পাঁচটি জায়গায় অভিযান চালানো হয়। গুলির লড়াইয়ে ২ জয়েশ জঙ্গি ও ২ লস্কর জঙ্গি নিহত হয়েছে। একজন জঙ্গিকে জীবিত অবস্থাতেও ধরা সম্ভব হয়েছে।