Sushil Kumar: জেলের বন্দিদের কুস্তি প্রশিক্ষণ দিচ্ছেন সুশীল

0
1

জেলেই কুস্তি শেখানো শুরু করলেন অলিম্পিক্সে (Olympics) পদক জয়ী সুশীল কুমার (Shushil Kumar)। সাগর রানার খুনে অভিযুক্ত সুশীল আপাতত বন্দি রয়েছেন তিহাড় জেলে। আর জেলে থেকেই কুস্তি শেখানো কাজ শুরু করলেন তিনি। নিজেকে ব্যস্ত রাখতে জেলের বন্দিদের কুস্তি এবং ফিটনেস অনুশীলন শেখানো শুরু করলেন দু’বারের অলিম্পিক্স পদকজয়ী কুস্তিগীর সুশীল কুমার।

নিজেকে ফিট রাখতে জেলে অনুশীলন করে থাকেন সুশীল। জানা গিয়েছে এই মুহূর্তে সুশীলের কাছে কুস্তি এবং শারীরিক কসরতের অনুশীলন নিচ্ছেন ৬-৭ জন বন্দি। গত ২ বছর ধরে করোনার কারণে জেলে অনেক বিষয়ে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু সাম্প্রতিক কালে তা কমার পরে হাল্কা হয়েছে বিধিনিশেধ। তার পরেই সুশীলকে অনুমতি দিয়েছেন জেল কর্তৃপক্ষ। তবে জানা গিয়েছে, আগেই এই পরিকল্পনা ছিল। করোনার তৃতীয় ঢেউয়ের কারণে তা পিছিয়ে যায়।

গত বছর মে মাসে সাগর রানা হত‍্যাকাণ্ডে গ্রেফতার করা হয়েছিল সুশীলকে। জুন মাস থেকে তিহাড় জেলে রয়েছেন তিনি।

আরও পড়ুন:Jhulan Goswami: রেকর্ড গড়লেন ঝুলন, মহিলা বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি তিনি