Fire-Kolkata: ফ্রি স্কুল স্ট্রিটে গেস্ট হাউসে আগুন , ঝলসে মৃত এক

0
2

শনিবার কাকভোরে ফ্রি স্কুল স্ট্রিটের একটি গেস্ট হাউসে আগুন লাগে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় তিন বাংলাদেশি নাগরিক গুরুতর জখম হয়েছেন। আগুনে ঝলসে এক বাংলাদেশি মহিলার মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে।

সে সময় ওই গেস্ট হাউসে অনেক অতিথি ছিলেন। শনিবার ভোর সাড়ে চারটে নাগাদ আগুন লাগে । তখন প্রায় সকলেই ঘুমোচ্ছিলেন বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারাই আগুন দেখে দমকলে খবর দেয়। দমকলের ৩টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে । দমকল সূত্রে জানা গিয়েছে আগুন লেগে ১১ টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। ওই স্থানটিতে মূলত বাংলাদেশি নাগরিকরাই ছিলেন। তিন বাংলাদেশি নাগরিক আগুনে গুরুতর অসুস্থ এবং জখম হয়েছেন। তাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দমকল সূত্রে জানানো হয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে । তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খুঁজতে তদন্ত শুরু হয়েছে পুলিশ । গেস্ট হাউসটিকে ঘিরে রেখেছে পুলিশ।