১২ এপ্রিল বালিগঞ্জ ও আসানসোল কেন্দ্রে উপনির্বাচন, ঘোষণা নির্বাচন কমিশনের

0
10

আগামী ১২ এপ্রিল রাজ্যের দুই কেন্দ্রে হবে উপনির্বাচন (By Poll)। বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে এবং গণনা ১৬ এপ্রিল। ঘোষণা করল নির্বাচন কমিশন।

গত ৪ নভেম্বর প্রয়াত হন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়। তাঁর মৃত্যুতে ওই কেন্দ্র বর্তমানে বিধায়ক-হীন। সেই কারণে উপনির্বাচন (By Poll) ঘোষণা কমিশনের।

আরও পড়ুন-লখিমপুরের ঘটনা এবার ওড়িশায়, বিধায়কের গাড়ির ধাক্কায় আহত ২৪

অন্যদিকে, আসানসোল লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয় ১৮ সেপ্টেম্বর বিজেপি ছেড়ে তৃণমূলে কংগ্রেসে যোগ দেন। একই সঙ্গে সাংসদ পদ থেকেও ইস্তফা দেন। ফলে আসানসোল লোকসভা কেন্দ্রেও উপনির্বাচন করতে হচ্ছে কমিশনকে।

পশ্চিমবঙ্গের এই দুই কেন্দ্রে ছাড়া এদিন দেশের আরও একাধিক রাজ্যের একাধিক কেন্দ্রেও উপনির্বাচন ঘোষণা করল নির্বাচন কমিশন।