Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

0
3

১) সিভিল সার্ভিস ক্রিকেট প্রতিযোগিতায় নজির গড়লেন বাংলার অরিত্র চট্টোপাধ্যায়। শূন্য রানে সাত উইকেট নিয়ে রেকর্ড গড়লেন তিনি। দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে সর্বভারতীয় সিভিল সার্ভিস ক্রিকেট প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় এই নজির গড়েছেন অরিত্র।

২) শনিবার চলতি আইএসএলের প্লে-অফের দ্বিতীয় ম‍্যাচ। দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে এটিকে মোহনবাগানের মুখোমুখি হায়দরাবাদ এফসি। জামশেদপুর এফসির কাছে লিগ শিল্ড হাতছাড়া  হওয়ার পর এটিকে মোহনবাগানের কাছে এখন নতুন টার্গেট, ট্রফি জেতার।

৩) শনিবার বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম‍্যাচ খেলতে নামছে ভারতীয় দল। দিন রাতে টেস্ট এটি। এই ম‍্যাচে নামার আগে সর্তক ভারতীয় দল । সেই কথাই শোনা গেল দলের সহ-অধিনায়ক যশপ্রীত বুমরাহের গলায়।

৪) সুখবর ক্রকেটপ্রেমীদের জন‍্য। শনিবার ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট মাঠে বসেই দেখতে পারবেন দর্শকরা। এদিন এমনটাই জানান হল বিসিসিআইয়ের পক্ষ থেকে। ম‍্যাচে ১০০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে বোর্ড।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ: Breakfast News