Deaflympics 2022: ডেফ অলিম্পিক্সে সুযোগ পেলেন বাংলার অভিষা বন্দ‍্যোপাধ‍্যায়

0
1

ডেফ অলিম্পিক্সে (Deaflympics 2022)  সুযোগ পেলেন বাংলার অভিষা বন্দ‍্যোপাধ‍্যায় (Abhisha Banerjee) । টেবিল টেনিসে অংশগ্রহণ করবেন তিনি। ১ মে থেকে ১৫ মে পযর্ন্ত ব্রাজিলে আয়োজিত হচ্ছে শ্রবণ প্রতিবন্ধীদের অলিম্পিক্স।  সেখানেই সুযোগ পেলেন হুগলির উত্তরপাড়ার উচ্চ বালিকা বিদ্যালয়ের এই ছাত্রী।

পড়াশোনায় ছোটবেলা থেকেই ভালো অভিষা। পড়াশোনা পাশাপাশি টেবিল টেনিস খেলা সমান ভাবে চালিয়ে গেছেন তিনি। অভিষা ডেফ অলিম্পিক্সে সুযোগ পেতেই গর্বিত তার মা। তিনি বলেন, অভিষা দেশের হয়ে পদক আনবে। এবং দেশের মুখ উজ্বল করবে। ৩ বছর বয়স থেকে ডাক্তারের পরামর্শ নিয়ে অভিষাকে টেবিল টেনিস খেলায় ভর্তি করি। এর আগে রাজ্য ও জাতীয় পর্যায়ে যোগ্যতার পরিচয় দিয়েছে অভিষা।”

আরও পড়ুন:Smriti Mandhana: নজির গড়লেন স্মৃতি, করে ফেললেন একদিনের ক্রিকেটে পঞ্চম শতরান