প্রযুক্তি(Tecnology) সম্পর্কে অতটাও সড়গড় নন গ্রামাঞ্চলের এমন সাধারণ মানুষই এখন সাইবার প্রতারকদের সফট টার্গেট। যার জেরেই সাইবার ক্রাইম ঠেকাতে নিজ জেলায় “সংযোগ”(Sanjog) সচেতনতার প্রচার শুরু করল বাঁকুড়া জেলা পুলিশ। সাইবার ক্রাইম ও সংশ্লিষ্ট প্রতারণা কীভাবে এড়ানো যাবে শনিবার বাঁকুড়ার খাতরা থানা এলাকার গুরুসদয় মঞ্চে হাতে-কলমে তারই পাঠ দিলেন পুলিশ আধিকারিকরা।
জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষকে সাইবার অপরাধ সম্পর্কে সচেতন করতে প্রচারের জন্য আমরা এক ‘ম্যাসকট’ তৈরি করেছি যার নাম রাখা হয়েছে ‘গজা'(Gaga)। এই ‘গজা’ হল আসলে হাতি শাবক। যেহেতু বাঁকুড়া জেলায় প্রচুর হাতি রয়েছে, তাই মানুষের উপর এই ম্যাসকট প্রভাব ফেলবে। আমাদের এই প্রচার সচেতন করবে সেই সব মানুষকে যারা জালিয়াতদের সফট টার্গেট। পাশাপাশি জেলাপুলিশের তরফে জানানো হয়েছে, অভিনব এই প্রচারে সাধারণ মানুষের থেকে ব্যাপক সাড়া পেয়েছি আমরা। জালিয়াতি রুখতে আগামিদিনে বাঁকুড়া জুড়ে সমস্ত স্কুল, কলেজ এবং অফিসে ‘কী করবেন’ আর ‘কী করবেন না’ বিস্তারিত লেখা সহ ‘গজা’র এই পোস্টার প্রদর্শিত হবে।
আরও পড়ুন- উত্তরপ্রদেশে ‘মায়ার খেলা’: মায়াবতী-ওয়েইসিকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি শিবসেনার