চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দিল্লি-জব্বলপুরগামী বিমান

0
2

চালকের তৎপরতায় আজ বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দিল্লি-জব্বলপুরগামী (Delhi- Jabalpur) একটি বিমান। বাঁচল ৫৫ টি প্রাণ। কোনও আঘাত পাননি যাত্রীরা এমনটাই জানা গিয়েছে।

আজ, শনিবার দুপুরে মধ্যপ্রদেশের (Madhyapradesh) ডুমনা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার এটিআর-৭২ বিমানটি (Delhi- Jabalpur) নামছিল রানওয়েতে। সেই সময় পিছলে যায়। মাটিতে নেমে যায় বিমনটি। তবে চালকের তৎপরতায় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।

আরও পড়ুন: আর্থিক নিষেধাজ্ঞা না তুললে ভেঙে পড়তে পারে স্পেস ষ্টেশন, আমেরিকাকে হুমকি রাশিয়ার

খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হন বিমানবন্দরের আধিকারিকরা। হাজির ছিলেন দমকল কর্মীরাও। এলাকা সিল করে বিমানের ওই যাত্রীদের লাউঞ্জে নিয়ে আসা হয়।