উত্তরপ্রদেশে লখিমপুর খেরির ঘটনা এবার ওড়িশার(Odisha) খুরদা জেলায়। বিধায়কের(MLA) গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন অন্তত ২৪ জন। আহতদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন মহিলা ও পুলিশকর্মী। বিধায়কের তরফে এহেন ঘটনার পর প্রতিবাদে ফেটে পড়েন স্থানীয় জনতা। গাড়ি ঘিরে রেখে ব্যাপক মারধর করা হয় ওই বিধায়ককে। যার জেরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার চিলকা হ্রদের কাছে বানপুর পঞ্চায়েত সমিতির বাইরে মিছিল করছিলেন বিজেপির নেতা কর্মীরা। অন্তত ২০০ কর্মী সেই মিছিলে অংশ নেয়। তখনই চিলকা বিধানসভার বিজু জনতা দলের বিধায়ক প্রশান্ত জগদেবের(Prashant Jagdeb) গাড়ি সজোরে ঢুকে পড়ে মিছিলের ভিতর। যার জেরে আহত হন অন্তত ২৪ জন। গত বছর ‘নির্বাসিত’ হয়েছিলেন অভিযুক্ত ওই বিধায়ক। পুলিশের দাবি, ঘটনার সময় চালকের আসনে ছিলেন বিধায়ক নিজেই। পঞ্চায়েত অফিসের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসার সময় একের পর এক বিজেপি কর্মীকে ধাক্কা দেন তিনি। ঘটনায় গুরুতর আহত হন ৫ পুলিশকর্মীও। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। অভিযুক্ত বিধায়কের গাড়ি থামিয়ে বিধায়ককে ব্যাপক মারধর করেন স্থানীয় জনতারা। এমনকি ভাঙচুর করা হয় বিধায়কের গাড়িও।