অফিস টাইমে হাওড়া-তারকেশ্বর শাখার নসিবপুর স্টেশনে ট্রেন অবরোধ, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

0
2

অফিস টাইমে হাওড়া-তারকেশ্বর শাখার নসিবপুর স্টেশনে ট্রেন অবরোধ। আটকে নিত্যযাত্রীরা। চরম ভোগান্তির শিকার মাধ্যমিক পরীক্ষার্থীরাও। শুক্রবার সকাল থেকেই রেললাইনে আপ আরামবাগ লোকাল ও ডাউন তারকেশ্বর-হাওড়া লোকাল ট্রেন আটকে বিক্ষোভ দেখায় যাত্রীদের একাংশ।আর তাতেই বিপাকে পড়েছেন নিত্যযাত্রীদের।ঘটনার সামাল দিতে ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে সিঙ্গুর থানার পুলিশ।

আরও পড়ুন: West Bengal Budget 2022: আজ বাজেট পেশ করবেন রাজ্যের প্রথম মহিলা অর্থমন্ত্রী

শুক্রবার সকাল থেকেই দফায় দফায় বিক্ষোভ শুরু করেন বিক্ষোভকারীরা। তাঁদের বক্তব্য, বেশ কিছুদিন ধরেই হাওড়া-তারকেশ্বর লাইনে অনিয়মিত ট্রেন পরিষেবা। এমনকি মূলত হাওড়াগামী ট্রেন কোনও কারণ ছাড়াই দিনের পর দিন বাতিল করা হচ্ছে। ভোরের দিকে ট্রেন বাতিলের জেরে রোজই ভোগান্তিতে পড়ছেন নিত্যযাত্রীরা। শুক্রবার সকালেও পরপর দুটি ট্রেন বাতিল হওয়ায় বিক্ষুব্ধ যাত্রীরা ট্রেন আটক করে আন্দোলন দেখায়। ফলে নাকাল হতে হয় নিত্যযাত্রীদের।


এদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষুব্ধদের সঙ্গে কথা বলেন সিঙ্গুর থানার পুলিশ। ময়দানে নামে আরপিএফ। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও চলছে বিক্ষোভ। ফলে নসিবপুর থেকে আপ ও ডাউন লাইনে ট্রেন পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ।