নবম ও দশম শ্রেণিতে নিয়োগ মামলায় সিবিআই তদন্তের নির্দেশে হাইকোর্ট দুদিনের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল । শুক্রবার কলকাতা হাইকোর্টে নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ছিল। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশেই দু’দিনের স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এই ধরনের আরও একটি মামলা চলছে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে। ওই দুটি মামলা একসঙ্গে শোনা হবে বলেই এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার এই দুটি মামলার শুনানি একসঙ্গে হবে বলে আদালত সূত্রে জানানো হয়েছে।































































































































