ভোট-সন্ত্রাস সত্ত্বেও দারুন ফল, অখিলেশকে ফোন মমতার

0
1

৫ রাজ্যের ভোটের ফল প্রকাশের পরেই সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অখিলেশকে শুভেচ্ছা জানিয়ে তৃণমূলনেত্রী শুক্রবার সকালে বললেন, এটা হার নয়। দারুন লড়াই করেছে দল। ইভিএম কারচুপি সহ নানা অভিযোগ প্রকাশ্যে আসছে। সেসব সত্য হলে মারাত্মক। এই রাষ্ট্রীয় ভোট সন্ত্রাসের সঙ্গে লড়াই করে দুর্দান্ত ফল করেছে সমাজবাদী পার্টি। লড়াই চলুক। একসঙ্গে ২০২৪-এ দিল্লি বদল করব।

কথা হয় সপার সর্বভারতীয় সহ-সভাপতি কিরণময় নন্দর সঙ্গেও। তিনিও পরিস্কার জানান, সমাজবাদী পার্টিকে হারাতে কীভাবে রাষ্ট্রীয় সন্ত্রাস হয়েছে। ভোটে কোথাও জোর করে হারানো হয়েছে। কোথাও ইভিএম সন্ত্রাস হয়েছে। আবার কোথাও বিরোধী দলের অনেকেই বিজেপির ‘নুন’ খেয়ে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তবে আসন ও ভোট বাড়িয়ে সমাজবাদী পার্টি এবার আরও বৃহত্তর আন্দোলনে নামছে।

আরও পড়ুন:উত্তরপ্রদেশের মসনদে যোগী ফিরলেও হার ১১ হেভিওয়েট মন্ত্রীর