CBSE Announcement:দ্বাদশের টার্ম-১ এর ফলাফল নিয়ে গুজব উড়িয়ে দিল সিবিএসই বোর্ড

0
1

দ্বাদশের টার্ম-১ এর ফল প্রকাশের দিনক্ষণ নিয়ে গুজব উড়িয়ে দিয়ে দশম ও দ্বাদশ শ্রেণির দ্বিতীয় টার্মের পরীক্ষার দিন ঘোষণা করল সিবিএসই (CBSE Board)বোর্ড। এর আগেই শুক্রবার দ্বাদশের টার্ম-১ এর ফল ঘোষণা নিয়ে যে খবর ছড়ায় তা নিয়ে বিভ্রান্তি ছড়ায়। আজ স্পষ্ট করে বোর্ড (Board)জানিয়ে দেয় যে খবরটি ভুয়ো। পাশাপাশি, সিবিএসই(CBSE) জানিয়েছে,আগামি ২৬ এপ্রিল থেকে শুরু হচ্ছে দশম (10th) ও দ্বাদশ(12th) শ্রেণির দ্বিতীয় টার্মের পরীক্ষা, শেষ হবে আগামি ১৯ মে।

প্রসঙ্গত সিবিএসই দ্বাদশের প্রথম টার্মের পরীক্ষা শুরু হয় ২০২১ এর শেষের দিকে।এ বার প্রত্যেক বিষয়ে প্রাপ্ত নম্বরের সঙ্গে স্কোর কার্ড(Score card) প্রকাশ করা হবে বলে বোর্ড সূত্রে জানানো হয়েছে। এর মাঝেই গুজব ছড়ায় যে শুক্রবার দ্বাদশের টার্ম-১ এর ফল প্রকাশ পেতে পারে। তবে এবার সিবিএসসি স্পষ্ট করে জানিয়ে দিল যে খবরটি ভুয়ো। বোর্ড পরীক্ষার চূড়ান্ত ফল আগামী ১২ মার্চ আপলোড করা হতে পারে বলে বোর্ড সূত্রে খবর। ছাত্র-ছাত্রীরা cbseresult.nic.in, results.gov.in -এই ওয়েবসাইটগুলি থেকে ফলাফল ডাউনলোড করতে পারবেন। পাশাপাশি, উমঙ্গ অ্যাপ, আইজিআরএস, এসএমএস এবং ডিজিটাল প্ল্যাটফর্ম digilocker.gov.in এর মাধ্যমে ফল ডাউনলোড করতে পারা যাবে। পরীক্ষার্থীরা তাঁদের রোল নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবেন।

পাশাপাশি করোনা অতিমারির জেরে এই বছর সিলেবাসে বেশ কিছু কাটছাঁট করে প্রায় ৫০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে সিলেবাস। তবে এই বছর পরীক্ষার সময়সীমা দু’ঘণ্টা। পরীক্ষা নিয়ে বিস্তারিত জানা যাবে সিবিএসই-র নিজস্ব ওয়েবসাইটে।