গরুপাচারকাণ্ড :  অনুব্রত মণ্ডলের অবেদন খারিজ করল হাইকোর্ট

0
1

গরুপাচারকাণ্ডে জেরার প্রয়োজনে আগামী ১৪ মার্চ অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার জন্য  সমন পাঠিয়েছিল সিবিআই। কিন্তু তাঁকে গ্রেফতার করা হতে পারে, এই আশঙ্কায় আগে থেকেই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত। কিন্তু শুক্রবার আদালত সেই আবেদন খারিজ করে দেয়। এর আগেও  দু’বার সিবিআই সমন পাঠিয়েছিল অনুব্রত মণ্ডলকে। কিন্তু শারীরিকভাবে অসুস্থ থাকায় অনুব্রত মণ্ডল  সিবিআই দফতরে হাজির থাকতে পারেননি। কিন্তু এদিন আদালত জানিয়েছে ,  সিবিআই কোনও তদন্তের প্রয়োজনে জেরা করতেই পারে।  সেক্ষেত্রে আদালত এ ভাবে সিবিআইয়ের কাজে হস্তক্ষেপ করতে পারে না।

তবে এদিন আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, অনুব্রত মণ্ডল আশঙ্কার কথা জানিয়ে আগাম জামিনের জন্য হাইকোর্টের অন্য বেঞ্চে অবেদন করতেই পারেন।