Bratya Basu: সাহিত্য আকাদেমি পুরস্কার পেলেন ব্রাত্য বসু

0
1

২০২১ সালের সাহিত্য আকাদেমি সম্মানে সম্মানিত হলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। কোনও একটি রাজ্যের মন্ত্রী থাকাকালীন দেশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার পাওয়া নিশ্চিতভাবে বিরল ঘটনা। ব্রাত্য সেই বিরল সাহিত্যিক যিনি রাজনীতির অঙ্গনকে সমৃদ্ধ করলেন।

শনিবার নিউ দিল্লির কামানি অডিটোরিয়ামে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট মারাঠি কবি ও সমালোচক ড. ভালচন্দ্র নেমাডে, সাহিত্য আকাদেমির সভাপতি ড. চন্দ্রশেখর কাম্বার, সাহিত্য আকাদেমির সচিব ড. কে শ্রীনিবাসরাও প্রমুখ।

সাহিত্য আকাদেমি পুরস্কার একটি সর্বভারতীয় সাহিত্য সম্মাননা। জাতীয় সারস্বত প্রতিষ্ঠান সাহিত্য আকাদেমি কর্তৃক অসামান্য সাহিত্যকীর্তির স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়ে আসছে।

ব্রাত্য তাঁর ‘মীরজাফর ও অনান্য নাটক’ বইটির জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার পেলেন। বইটিতে মীরজাফর ছাড়াও বেশ কয়েকটি নাটক রয়েছে। কোভিডের আগে বইটি মুদ্রিত হয়েছিল। সাধারণত মুদ্রিত বইগুলির পরিপ্রেক্ষিতেই এই পুরস্কার দেওয়া হয়। তবে ব্রাত্যর ধারণা পুরস্কারের জন্য একটি বইয়ের নাম নির্দিষ্টভাবে উল্লেখ করতে হয়। পুরস্কার দেওয়ার ক্ষেত্রে তাঁর অনান্য বইগুলির লেখাও ধর্তব্যে আসে। জীবনানন্দ দাসকে পুরস্কৃত করে শুরু হয়েছিল সাহিত্য আকাদেমি পুরস্কার। ২০২০ তে পেয়েছিলেন শঙ্কর। সেই মার্জার সরণিতে নাম লেখালেন ব্রাত্য বসু।

আরও পড়ুন- কংগ্রেসের ভোট ভরাডুবির জন্য এবার রাহুলকে কটাক্ষ ক্যাপ্টেনের