রুশ ক্ষেপনাস্ত্রের মূহুর্মুহু আঘাতে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। আজ যুদ্ধের ১৫তম দিনে রুশ আগ্রাসন এতটুকু কমেনি। উল্টে বেড়েই চলেছে। রুশ বিমান হানায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে ইউক্রেনের বন্দর শহর মারিউপোলের একটি শিশু হাসপাতাল।দাবি ইউক্রেন প্রেসিডন্ট ভলোদিমির জ়েলেনস্কির। একটি ট্যুইটে ক্ষোভপ্রকাশ করে তিনি লেখেন, ‘মারিউপোলের প্রসূতি হাসপাতালে রুশ সেনাদের সরাসরি হামলা। মানুষ, শিশুরা ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে। নৃশংস!’
আরও পড়ুন:Russia Ukraine: যুদ্ধের দাপটে অসহায় শৈশব, মাইলের পর মাইল একাই হাঁটল শিশু!
মারিউপোলের ডেপুটি মেয়র সের্হি অরলভ জানিয়েছেন রাশিয়া দক্ষিণ বন্দর শহর অবরুদ্ধ করে রেখেছে। সেখানে একটি শিশু ও প্রসূতি হাসপাতালে বিমান হামলা চালিয়েছে রুশ সেনারা। হাসপাতালে রাশিয়ার বিমান হামলায় ১৭ জন আহত হয়েছেন। কর্তৃপক্ষ আরও জানিয়েছে,যুদ্ধের শুরু থেকে এই শহরে মোট ১ হাজার ২০৭ জন মারা গেছে। তিনি রুশ সেনাদের মানবিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বলেছেন আধুনিক এই সয়ম শিশু হাসপাতালে কী করে বোমা ফেলা হল তা তিনি বুঝতে পারছেন না। তিনি আরও বলেছেন মারিউপোলে হাসপাতাল থেকে যারা প্রাণ হাতে করে বেরিয়ে এসেছে তারা এখনও রুশ সেনাদের এই অমানবিক কাজ দেখে স্তম্ভিত। এখনও তারা বিশ্বাস করতে পারছে না একটি শিশু হাসপাতালে বোমা ফেলা হয়েছে।