৪ রাজ্যে জয়ের পরে বঙ্গ BJP-কে মোক্ষম খোঁচা বিদ্রোহী রীতেশের, কী লিখলেন!

0
1

চার রাজ্যে বিজেপি-র সাফল্যের পরে রাজ্য নেতৃত্বকে টুইটে তীব্র খোঁচা ‘বিদ্রোহী’ বিজেপি (BJP) নেতা রীতেশ তিওয়ারির (Ritesh Tiwari)। দেশব্যাপী Team Bangla র সাফল্য যোগ্যতার সঠিক প্রমাণ- টুইটে লেখেন রীতেশ। বঙ্গ বিজেপি-তে বিদ্রোহ প্রকাশ্যে। শুধু নীচুতলার নেতা-কর্মীরাই নন, শীর্ষ নেতৃত্বের মধ্যেও দ্বন্দ্ব প্রকাশ্যে। ফলে বিদ্রোহ দলের অন্দরেই। এই পরিস্থিতিতে দেশের পাঁচ বিধানসভা নির্বাচনের চারটিতেই সফল গেরুয়া শিবির। তার মধ্যে দুটি রাজ্য- উত্তরাখণ্ড আর মণিপুরের দায়িত্ব ছিল বঙ্গ বিজেপি-র চার নেতা-নেত্রীর কাঁধে। সেখানে সরকার গঠনের পথে পদ্মশিবির। আর তারপরেই বঙ্গ বিজেপিকে ঠুকে টুইট করলেন বিদ্রোহী রীতেশ।

নিজের টুইটার হ্যান্ডেলে রীতেশ (Ritesh Tiwari) লেখেন,
“#AssemblyElections2022 @BJP4India র সাফল্যে অভাবনীয় অবদান রাখল @BJP4Bengal
উত্তরাখণ্ডের সহপর্যবেক্ষক @me_locket
উত্তরাখণ্ড, ইউপির কাশী বিভাগের সোশ্যাল মিডিয়ায় @ujjwalpareek
মনিপুরে মিডিয়ায় @saptarshiOFC ও @SSikdarIndia
দেশব্যাপী Team Bangla র সাফল্য যোগ্যতার সঠিক প্রমাণ।“

এই টুইট থেকেই স্পষ্ট যে সব নেতাদের বঙ্গ বিজেপির তথাকথিত প্রথম সারির নেতারা বাতিল তকমা দিয়েছিলেন তাঁরাই ভিন কাজে গিয়ে ক্যারিশমা দেখিয়েছেন। উত্তরাখণ্ডের সহপর্যবেক্ষক ছিলেন লকেট চট্টোপাধ্যায়। উত্তরাখণ্ড, ইউপির কাশীর সোশ্যাল মিডিয়া সেলে ছিলেন উজ্জ্বল পারিখ ও। মনিপুরের মিডিয়া সেলে ছিলেন সপ্তর্ষি চৌধুরী ও সৌরভ শিকদার। বিভিন্ন সময় বঙ্গ বিজেপির দোষ-ত্রুটি নিয়ে সরব হয়েছেন এঁদের মধ্যে অনেকেই। কিন্তু তাঁদের কথায় আমল না দিয়ে উল্টে কোণঠাসা করা হয়েছে। দেওয়া হয়েছে বাতিলের তকমা। অথচ, ভিনরাজ্যে তাঁরাই জয়ের কাণ্ডারী। এই কারণেই রীতেশ লেখেন, দেশব্যাপী বিজেপির টিম বাংলার সাফল্য যোগ্যতার সঠিক প্রমাণ। অর্থাৎ রাজ্যের নেতারা যাঁদের বাতিল বলছেন, তাঁরা নিজের যোগ্যতা জাতীয় স্তরে প্রমাণ করে দিয়েছেন। এই সাফল্যই তাঁদের বিদ্রোহের কারণের প্রমাণ বলে ইঙ্গিত বিদ্রোহী নেতার টুইটে। তবে, এই সাফল্যের কোনও প্রভাবই ২০২৪-এ এরাজ্যে পড়বে না বলেই মনে করছেন বিদ্রোহীরা। তাঁদের মতে, উত্তর প্রদেশে দেখিয়ে বাংলায় জিততে পারবে না গেরুয়া শিবির।