Lovlina Borgohain: বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে যোগ্যতা অর্জন করলেন লভলিনা

0
3

বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে (World Boxing Championship 2022) খেলার যোগ্যতা অর্জন করলেন টোকিও অলিম্পিক্সে ( Tokyo Olympics) পদক জয়ী লভলিনা বর্গোহাঁই ( Lovlina Borgohain)। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ৭০ কেজিতে নামবেন তিনি। দিল্লিতে তিন দিনের ট্রায়ালে বিশ্ব মিটের টিকিট জোগাড় করে ফেললেন অসামের এই বক্সার। এই প্রতিযোগিতায় লভলিনা-সহ মোট ১২ জন মহিলা বক্সার ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন।

ডিসেম্বরে হওয়ার কথা ছিল বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের। কিন্তু করোনার কারণে প্রতিযোগিতা পিছিয়ে যায়। শেষমেশ ৬ থেকে ২১ মে পর্যন্ত ইস্তানবুলে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা। এই প্রতিযোগিতায় লভলিনা ছাড়াও যে বক্সাররা বিশ্ব চ্যাম্পিয়নশিপে সুযোগ পেয়েছেন তাঁরা হলেন, নিখাত জারিন (৫২ কেজি), নিতু (৪৮ কেজি), অনামিকা (৫০ কেজি), শিক্ষা (৫৪ কেজি), মণীষা (৫৭ কেজি), জেসমিন (৬০ কেজি), পরবীন (৬৩.৫ কেজি), অঙ্কুশিতা বোরো (৬৬ কেজি), সুইটি বুরা (৭৫ কেজি), পূজা রানি (৮১ কেজি) ও নন্দিনী (৮১ কেজির বেশি)।

টোকিও অলিম্পিক্সে ৬৯ কেজি বিভাগে লড়ে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন লভলিনা। অলিম্পিক্সের পরে এই প্রথম কোনও প্রতিযোগিতায় নামতে চলছেন অসমের এই বক্সার।

আরও পড়ুন:India Team: কিউয়িদের কাছে ৬২ রানে হার ভারতের