সাতসকালেই খাস কলকাতায় ভয়াবহ আগুন। গার্ডেনরিচের একটি পরিত্যক্ত বাড়ির তেলের গুদামে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ইঞ্জিন। গোটা এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। আগুনের জেরে চক্ররেল পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
আরও পড়ুন:মাদক কাণ্ডে নাম জড়ানো পামেলা এবার বিজেপি যুব মোর্চার সাংস্কৃতিক সেলের ইনচার্জ

প্রত্যক্ষদর্শীদের পাওয়া খবর অনুযায়ী, সকাল ৮-১৫ মিনিট নাগাদ তাঁরা গোডাউনের ভিতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন। মুহূর্তের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রা। কিন্তু তা নিয়ন্ত্রণে না আসায় দমকলে খবর দেওয়া হয়। প্রথমে দমকলের দুটি ইঞ্জিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু দাহ্য পদার্থ গুদামে মজুত থাকায় আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। তাই তা বাগে আনতে পরে আরও একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়।

দমকল সূত্রে খবর, দীর্ঘদিনের পুরনো এই গোডাউনটিতে ভোজ্য তেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের সামগ্রী মজুত ছিল। তবে কী থেকে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

































































































































