Novak Djokovic: করোনার টিকা না নেওয়ার কারণে আরও দুই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াতে হল জোকোভিচকে

0
1

করোনার (Corona) টিকা না নিলে আমেরিকা ঢুকতে পারবেন না নোভাক জোকোভিচ (Novak Djokovic)। আর সেই কারণে এবার সেই দেশের দুটি প্রতিযোগিতা ইন্ডিয়ান ওয়েলস এবং মায়ামি ওপেন থেকে নাম তুলে নিলেন নোভাক জোকোভিচ। বৃহস্পতিবার নিজেই টুইট করে জানালেন জোকার।

ইন্ডিয়ান ওয়েলসের সূচিতে নাম ছিল জোকোভিচের। কিন্তু শেষ মুহূর্তে আয়োজক বা সে দেশের সরকার করোনার বিধি নিয়ে নিয়ম বদলাতে রাজি হয়নি, এক্ষেত্রে অন্তত আমেরিকায় ঢুকতে গেলে টিকা নিতেই হবে জানান হয় সেদেশে সরকারের তরফ থেকে। ফলে জোকোভিচের কাছে না খেলা ছাড়া আর কোনও উপায় ছিল না।

উল্লেখ্য, বছরের শুরুর দিকে অস্ট্রেলিয়ান ওপেনেও অংশগ্রহণ করতে পারেনি জোকোভিচ।করোনার টিকা না নেওয়ার কারণে মেলবোর্নে পৌঁছেও তাঁকে দেশে ঢুকতে দেওয়া হয়নি।