Cpm: শিল্পী শুভেন্দুকে অপমানে ফুঁসছেন কর্মীরা, কোন্দলে উত্তর ২৪পরগনায় তিন দিনেও হলো না কমিটি!

0
2

অন্য দলের কোন্দল খুঁজতে ব্যস্ত সিপিএম এবার মহাসঙ্কটে। ৭২ ঘন্টা পেরিয়ে গিয়েছে।লড়াই-ঝগড়া করেও উত্তর ২৪ পরগণার জেলা কমিটি তৈরি করতে পারলেন না বিমান বসু, সূর্যকান্ত মিশ্র কিংবা মহম্মদ সেলিমরা। ভোটাভুটিতে সরকারি প্যানেলে পর্যুদস্ত হবে বুঝতে পেরে সেটাও আপাতত স্থগিত রেখে এরিয়া কমিটি দিয়ে একটা অদ্ভুত বোঝাপড়ার চেষ্টা চলছে। কিন্তু ভবি তাতে ভোলার নয়। সেই সঙ্গে সোশ্যাল সাইট জুড়ে সম্মেলন মঞ্চে অসুস্থ গায়ক শুভেন্দু মাইতিকে ঘিরে বিতর্কে সিপিএমের মান-ইজ্জত ধুলোয় মিশেছে। গান গাওয়ার জন্য মঞ্চে তুলে বর্ষীয়ান শুভেন্দু মাইতিকে অপমান করা হয় মঞ্চেই। যার কেন্দ্রে জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুভাষ মুখোপাধ্যায়। অপমানিত ও মিষ্টভাষী শুভেন্দু গান না গেয়ে কবিতা বলে মঞ্চ থেকে নেমে যান। যা নিয়ে দলের তরুণ ব্রিগেডের কাছে কার্যত দিনভর ‘আক্রান্ত’ হচ্ছেন সুভাষ। আওয়াজ উঠেছে, এই তো সংস্কৃতির ধারক-বাহকদের অবস্থা। তারা আবার জ্ঞানগর্ভ বক্তৃতা দেয় সকাল-বিকেল।

বুধবার গভীর রাত অবধি উত্তর ২৪ পরগনার জেলা সম্মেলন চলে নৈহাটিতে। ৬৫ জনের নতুন কমিটি পেশ হতেই সন্ধ্যায় পালটা প্যানেল। ১৯জনের পালটা নামযুক্ত করার দাবি জানানো হয়। জেলা সম্পাদক হওয়ার দৌড়ে রয়েছেন তিন জন! গৌতম দেব অনুগামীরা জেলা সম্পাদক রেখে দিতে চাইছেন মৃণাল চক্রবর্তীকে। কিন্তু তাঁর নাম সামনে আসতেই পালটা দুটি নাম সামনে আসে। এই পরিস্থিতি সামলাতে পারেনি নেতৃত্ব। নেওয়া হয় অদ্ভুত সিদ্ধান্ত। প্রতিনিধিরা এরিয়া কমিটিতে গিয়ে নিজেদের মতামত জানিয়ে আসবেন। প্যানেল, পালটা প্যানেল আটকাতেই এই সিদ্ধান্ত। কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে দলে কার্যত বিদ্রোহ। অনেকেই এই সিদ্ধান্ত মানতে নারাজ। ফলে জেলা সম্মেলনের ৮০ ঘন্টা পরেও বিশ বাঁও জলে সিপিএমের উত্তর ২৪পরগনা জেলা কমিটি।