ভিন রাজ্যে কুকীর্তি! দমদম পার্ক থেকে গ্রেফতার পুরীর মন্দিরের পাণ্ডা

0
1

নামে পুরীর (Puri) জগন্নাথ মন্দিরের পান্ডা। অথচ জমি দখল, তোলাবাজি, বেআইনি আগ্নেয়াস্ত্র রাখা-সহ একাধিক অভিযোগ। গ্রেফতার পুরীর জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) পান্ডা সুনীল কণ্ঠী (Sunil Kanthi)। ভুবনেশ্বরের ঘটনায় ফেরার অভিযুক্তকে গ্রেফতার করল লেক টাউন থানার পুলিশ। ওড়িশায়  (Odissa) জমি জবরদখল, তোলাবাজি-সহ একাধিক মামলায় নাম রয়েছে অভিযুক্ত সুনীলের। এছাড়াও বোমাবাজি, গুলি চালানোর ঘটনার সঙ্গেও সুনীল কণ্ঠীর সরাসরি যোগ রয়েছে বলে অভিযোগ।

Minister on Rape : রাজস্থানের বিধানসভায় ধর্ষণ নিয়ে বিস্ফোরক মন্তব্য মন্ত্রীর, তুমুল নিন্দার ঝড়

ওড়িশা (Odissa) পুলিশের তদন্তে বারবার অসামাজিক কাজে যুক্ত হিসাবে উঠে আসে পুরীর মন্দিরের এই পান্ডার নাম। পুরীতে একাধিক থানায় তাঁর নামে অভিযোগ ছিল। একাধিক জায়গায় তাঁর খোঁজে তল্লাশি চালিয়েছে পুলিশ। কিন্তু পালিয়ে বেরাচ্ছিলেন সুনীল। শেষে গা ঢাকা দেন কলকাতায়। ওড়িশা পুলিশের পক্ষ থেকে লেকটাউন থানার সঙ্গে যোগাযোগ করা হয়।

গোপন সূত্রে পুলিশ খবর পায়, পুরীরই এক পাণ্ডা দমদম পার্ক এলাকায় ভাড়া থাকছেন। অবশেষে বৃহস্পতিবার ভোরে দমদম পার্ক এলাকার ওই বাড়িতে হানা দেয় পুলিশ। সেখান থেকেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।