India Team: কিউয়িদের বিরুদ্ধে জয়ই লক্ষ‍্য ঝুলনদের

0
1

পাকিস্তানকে ( Pakistan) হারানোর পর, বৃহস্পতিবার সকালে নিউজিল্যান্ডের ( New Zealand ) বিরুদ্ধে খেলতে নামছে ভারতের মহিলা দল। কিউয়িদের বিরুদ্ধে খেলতে নামার আগে প্রতিপক্ষকে সমীহ ভারতের প্রমিলা ব্রিগেডের। সম্প্রতি একদিনের সিরিজে নিউজিল্যান্ডের কাছে ১-৪ ব্যবধানে হেরেছে ভারতের মহিলা দল। তাই সেই ফলাফল মাথায় রেখে বৃহস্পতিবারের ম‍্যাচ নিয়ে সর্তক ভারত।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ভারতীয় দলের ক্রিকেটার ঝুলন গোস্বামী বলেন,” নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঠিক জায়গায় বল করাই আমাদের প্রধান লক্ষ্য। মাঠটা খুব খোলামেলা। সব সময় হাওয়া দিচ্ছে। তাই কী করে এই পরিবেশ কাজে লাগাতে হবে, সেটা নিয়ে আমরা নিজেদের মধ্যে অনেক আলোচনা করেছি। আমার মনে হয় পূজা বস্ত্রকর, মেঘনা সিং, রেণুকা সিং ঠাকুর, সিমরণ বাহাদুর সুযোগ পেলেই খুব ভাল ভাবে সেটা কাজে লাগিয়েছে। আশা করি এ ভাবেই ওরা খেলে যাবে।”

আরও পড়ুন:Ravindra Jadeja: আইসিসি অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে জাদেজা